এই সুন্দর তিলাওয়াতে ক্বারী রেযা জাভিদী তাঁর হৃদয়স্পর্শী কণ্ঠে আল্লাহর কালামকে আরও গভীরভাবে অনুভব করিয়ে দেন। শ্রোতারা এখন ইকনার অফিসিয়াল প্ল্যাটফর্মে এই অডিও শুনে আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারবেন।
ইকনা নিয়মিতভাবে বিশ্বের নামকরা ক্বারীদের তিলাওয়াত প্রকাশ করে থাকে, যাতে কুরআনপ্রেমীরা সহজেই উচ্চমানের তিলাওয়াত শুনতে পারেন।
