IQNA

অডিও | রেজা জাভিদির সুললিত কণ্ঠে সূরা "শূরা" তেলাওয়াত

তেহরান, ইকনা: হারামে রেযভীর প্রখ্যাত ক্বারী জনাব রেযা জাভিদীর কণ্ঠে সূরা আশ-শূরা (সূরা শূরা)-র ২২ থেকে ২৬ নং আয়াত এবং সম্পূর্ণ সূরা আল-কাউসার (সূরা কাউসার)-এর মনোমুগ্ধকর তিলাওয়াতের অডিও ইকনা নিউজ এজেন্সির শ্রোতাদের জন্য উপহার হিসেবে প্রকাশ করা হয়েছে।

এই সুন্দর তিলাওয়াতে ক্বারী রেযা জাভিদী তাঁর হৃদয়স্পর্শী কণ্ঠে আল্লাহর কালামকে আরও গভীরভাবে অনুভব করিয়ে দেন। শ্রোতারা এখন ইকনার অফিসিয়াল প্ল্যাটফর্মে এই অডিও শুনে আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারবেন।

ইকনা নিয়মিতভাবে বিশ্বের নামকরা ক্বারীদের তিলাওয়াত প্রকাশ করে থাকে, যাতে কুরআনপ্রেমীরা সহজেই উচ্চমানের তিলাওয়াত শুনতে পারেন। 

 

অডিও | রেজা জাভিদির সুললিত কণ্ঠে সূরা

captcha